ধামরাইয়ে বাসের চাকায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- আপডেট সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৪৯৭ বার পড়া হয়েছে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে দ্রুতগতির বাসের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ গেল পোশাকশ্রমিক দম্পতি।
নিহতরা হলেন- মো. ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম। তাদের বাড়ি ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকায় বলে জানা গেছে।
নিহত ইসরাফিল হোসেন (২৪) শ্রীরামপুর গ্রাফিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট কারখানার শ্রমিক স্বপ্না আক্তার (২১) বালিথা রাইজিং বিডি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তারা উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন গ্রামের বাসিন্দা।
ইসরায়ফিল হোসেন ওই গ্রামের বাসিন্দা মো. মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানা পুলিশ জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দম্পতি বাইসাইকেল যোগে নিজ কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় শ্রীরামপুর এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে।
মানিকগঞ্জের গোলরা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পালিয়ে যাওয়া বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।