আবু তাহের আনছারী, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রেমে করে নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে বিয়ে করে শারীরিক সম্পর্কের পর প্রতারণা করার অভিযোগ উঠেছে হিমেল রায় (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
এদিকে, প্রেমিকের অন্যত্র বিয়ের আর্শীবাদ অনুষ্ঠানের কথা শুনে দীর্ঘ ৬ বছরের প্রেমের টানে গত ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে ভার্সিটি পড়ুয়া তরুণী ওই প্রেমিকা। দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারীপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। তবে প্রেমিকা প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়ার পর থেকে প্রেমিক হিমেলকে তার পরিবারের সদস্যরা অন্যত্র সড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ ওই প্রেমিকার। প্রতারক হিমেল পাটোয়ারীপাড়া এলাকার উমাপতি রায়ের ছেলে। তবে তিনদিন ধরে এ ঘটনার কোন সুরাহা না হওয়ায় প্রায় ভেঙ্গে পড়েছেন ওই তরুণী।
প্রেমিকা বলেন, প্রেমিককে না পাওয়া পর্যন্ত কোনভাবেই এ বাড়ি ছাড়ছেন না তিনি। যদি বাড়ি ছাড়তেই হয় তার লাশ বের হবে।
তরুণী প্রেমিকার পরিবারের দাবী, যেহেতু তাদের সম্পর্ক ছিল এবং বিষয়টি বহুদূর গড়িয়েছে ; তাই যেন সামাজিকভাবে তাদের মেয়েকে ছেলেপক্ষ গ্রহণ করেন।
এদিকে, এ বিষয়ে ছেলের পরিবারের বাড়িতে গিয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
অপরদিকে, বিষয়টির দ্রুত সমাধান করা না গেলে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছেন।
বা/খ : এসআর।