দুই কোটি টাকার অফিমসহ ইউপি সদস্য গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবনের থানচিতে দুই কেজি আফিমসহ জন ত্রিপুরা (৩৬) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে এপিবিএন-২ বান্দরবন। শুক্রবার (৪ নভেম্বর) রাতে থানচি উপজেলার মেঘবতি রিসোর্ট সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জন ত্রিপুরা থানচি উপজেলার ২নং রেমাক্রী ইউপির কালুপাড়া এলাকার প্রয়াত সাদিরাম ত্রিপুরার ছেলে এবং ওই ইউপির ১ নং ওয়ার্ড সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবন এপিবিএন-২ বান্দরবন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদিউজ্জামানের নেতৃত্বে থানচি জেলা পরিষদ রেষ্ট হাউজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই কেজি আফিম (যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা) জন ত্রিপুরা নামের ইউপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
বা/খ : এসআর