দিন-রাতের তাপমাত্রা কমবে আগামী তিন দিন
- আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের আকাশ গত কয়েকদিনের মতো আজও মেঘে ঢেকে রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে দিন ও রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত অনুভূত হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা ফের কমবে আগামী তিন দিন।
মঙ্গলবার (১ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সারা দেশের আকাশ মেঘলাসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
এ অবস্থায় বুধবার (২ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিন দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।