দিনাজপুরে রাজবাটি শিশুদের মাঝে কৃমিনাশক ভিটামিন ও ফল-মিষ্টি বিতরণ
- আপডেট সময় : ০৮:৪১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৫১৭ বার পড়া হয়েছে
রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশ এর রোটারি ক্লাব অব দিনাজপুরের আয়োজনে ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক পরিচালিত রাজবাটি শিশু পরিবারের ২৫০ জন শিশুদের মাঝে কৃমিনাশক ভিটামিন ও ফল-মিষ্টি বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক। দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ খাদিজা নাহিদ ইভার সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও এডিশনাল গভর্ণর (২০২৩-২০২৪) রোটারিয়ান এ.কে.এম আব্দুস সালাম তুহিন, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিৎ কুমার সিংহ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি.বুনু বিশ্বাস, রাজবাটি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোঃ রুস্তম এ জামান প্রমুখ।
বাখ//আর