দিনাজপুরে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
// দিনাজপুর প্রতিনিধি //
- আপডেট সময় : ১২:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৮৮ বার পড়া হয়েছে

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি পদসৃজন , স্কেল আপগ্রেডেশন ও আন্ত ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি সমূহ আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর ইউনিটের উদ্যোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমিতির সংবাদ সম্মেলন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দিনাজপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম।এ সময় দাবি আদায়ে দুই দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
১. আগামী দুই অক্টোবর ২০২৩ সারাদেশে একদিনের কর্মবিরতী পালন করা হবে।
২. শিক্ষাক্যাডারের ন্যায্য দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০-১১-১২ অক্টোবর সারাদেশে তিন দিনের কর্মসূচি পালন করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বিসিএস সাধারণ শিক্ষা সমিত দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি আবেদুর রহমান, ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক সঞ্জীব কুমার রায়, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ ছায়েদ আলী প্রমুখ।
বা/খ/রা