দিনাজপুরে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৪:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টারসহ সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তা পদায়নের এক দফা দাবিতে কর্মবতি পালন করছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
আজ ১ অক্টোবর সকালে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে তারা এই কর্ম বিরতি পালন করে। কর্মসূচিতে অংশ নেয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, দিনাজপুর নার্সিং কলেজ ও কেয়ার নার্সিং কলেজের নার্সরা।
এসময় তারা বলেন, দুর্নীতিবাজ এ সমস্ত কর্মকর্তা অপসারণ করা না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সিনিয়র জুনিয়র সব নার্সরা কর্ম বিরতিতে অংশ নিয়েছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি । নিশ্চয়ই প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলোর প্রতি সদয় দৃষ্টি দিবেন। বর্তমান সরকার বিচার-বিশ্লেষণ করে দেখুক আমাদের দাবি যৌক্তিক কিনা। আমরা কখনোই চাইনা রোগীরা ভোগান্তিতে পড়ুক। আমাদের দাবিগুলো দ্রুত পূরণ করে আমাদেরকে দায়িত্বে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমাদের দাবি দ্রুত পূরণ করা না হলে আগামীকাল থেকে আমরা প্রতিদিন ৫ ঘন্টা করে কর্মবিরতি পালন করব।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাক্তার শ্যামলী সাহা বলেন, নার্সদের কর্ম বিরতি বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পর্যন্ত কোন নির্দেশনা পাইনি। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছি সেই সাথে নার্সদের সাথে আলাপ আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহারের চেষ্টা করছি।
বাখ//আর