নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগে রাত ৮টার দিকে হ্যাপি হোমস রোলিং মিলস বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১০টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ছয়টি ইউনিট। দুই ঘন্টারও বেশি সময় পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, আগুন কিভাবে লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এখনই সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা।