তেঁতুলিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৪০৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার আয়োজনে থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে শেষ হয়। পরে থানার সার্ভিস ডেলিভারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুরিষ্ট পুলিশ এর অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত ) মোঃ জাহরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনিসুর রহমান ও হীরা কান্ত রায়।
“কমিউনিটি পুলিশিং এর মূলমনত্র-শান্তি শৃংখলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের অবদান জনতাই পুলিশ আর পুলিশই জনতা। আগে পুলিশ ঘুষ ছাড়া কিছুই বুঝতো না। সরকার ক্ষমতায় আসার পর থেকে আর জনগণের কাছ থেকে ঘুষ ক্ষেতে হয়না। পুলিশ সর্বদা নির্যাতিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। পুলিশ এখন মানুষের বন্ধু হিসাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য কমিউনিটি পুলিশকে সহযোগিতা করতে হবে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তাহলে সমাজকে মাদক, সন্ত্রাস , নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং মুক্ত সমাজ উপহার দেয়া সম্ভব।