ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তিন নারী রেফারি, ইতিহাস গড়তে যাচ্ছে কাতার বিশ্বকাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
ফুটবল বিশ্বকাপের ইতিহাস একশ’ বছরের দোরগোড়ায়। এই একশ’ বছরের ইতিহাসে কোনো নির্দিষ্ট ম্যাচে তিন নারী রেফারি দায়িত্ব পালন করেননি। কাতার বিশ্বকাপ সেই ধারা ভাঙতে যাচ্ছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কোস্টারিকা বনাম জার্মানি ম্যাচে তিন নারী রেফারিকে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

আল বায়ত স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে জার্মানি ও কোস্টারিকা। এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সহযোগী হিসেবে থাকবেন ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ। তাদের দায়িত্ব দেয়ার ব্যাপারটি বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক টুইটে ফিফা বলেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তিনজন নারী রেফারি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন, যা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম। স্টেফানি ফ্রাপাটকে সহযোগিতা করবেন নেউজা ইনেস ও কারেন দিয়াজ। ইতিহাস তৈরি হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, জার্মানি বনাম কোস্টারিকার ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে কে যাচ্ছে শেষ ষোলোয়। ‘ই’ গ্রুপে কোস্টারিকা ও জার্মানির মতো এখনও শেষ ষোলোর আশা বেঁচে আছে অন্য দুই দল স্পেন ও জাপানের। টেবিলে ৪ পয়েন্ট নিয়ে স্পেন শীর্ষে এবং ৩ পয়েন্ট নিয়ে জাপান দুই ও কোস্টারিকা তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে জার্মানির অবস্থান সবার শেষে। এই গ্রুপের দুই ম্যাচে যারাই জিতবে, তারাই যাবে শেষ ষোলোতে।

আবার দুই ম্যাচ ড্র হলে শেষ ষোলোর টিকিট পাবে স্পেন। অন্যদল শেষ ষোলোর টিকিট পাবে গোল ব্যবধানের হিসাবে।

নিউজটি শেয়ার করুন

তিন নারী রেফারি, ইতিহাস গড়তে যাচ্ছে কাতার বিশ্বকাপ

আপডেট সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
ফুটবল বিশ্বকাপের ইতিহাস একশ’ বছরের দোরগোড়ায়। এই একশ’ বছরের ইতিহাসে কোনো নির্দিষ্ট ম্যাচে তিন নারী রেফারি দায়িত্ব পালন করেননি। কাতার বিশ্বকাপ সেই ধারা ভাঙতে যাচ্ছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কোস্টারিকা বনাম জার্মানি ম্যাচে তিন নারী রেফারিকে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

আল বায়ত স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে জার্মানি ও কোস্টারিকা। এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সহযোগী হিসেবে থাকবেন ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ। তাদের দায়িত্ব দেয়ার ব্যাপারটি বুধবার (৩০ ডিসেম্বর) জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক টুইটে ফিফা বলেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তিনজন নারী রেফারি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন, যা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম। স্টেফানি ফ্রাপাটকে সহযোগিতা করবেন নেউজা ইনেস ও কারেন দিয়াজ। ইতিহাস তৈরি হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, জার্মানি বনাম কোস্টারিকার ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে কে যাচ্ছে শেষ ষোলোয়। ‘ই’ গ্রুপে কোস্টারিকা ও জার্মানির মতো এখনও শেষ ষোলোর আশা বেঁচে আছে অন্য দুই দল স্পেন ও জাপানের। টেবিলে ৪ পয়েন্ট নিয়ে স্পেন শীর্ষে এবং ৩ পয়েন্ট নিয়ে জাপান দুই ও কোস্টারিকা তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে জার্মানির অবস্থান সবার শেষে। এই গ্রুপের দুই ম্যাচে যারাই জিতবে, তারাই যাবে শেষ ষোলোতে।

আবার দুই ম্যাচ ড্র হলে শেষ ষোলোর টিকিট পাবে স্পেন। অন্যদল শেষ ষোলোর টিকিট পাবে গোল ব্যবধানের হিসাবে।