তিন দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, তিনি পাবনায় একটি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপতি বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনা যাবেন। তিনি সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।’
রাষ্ট্রপতি হিসেবে দাযিত্ব নেওয়ার পর এটি হবে পাবনায় মো. সাহাবুদ্দিনের দ্বিতীয় সফর।
রাষ্ট্রপ্রধান জেলার সাথিয়া উপজেলায় নৌকাবাইচপূর্ব সমাবেশে ভাষণ দেবেন। পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ৫০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
বাসস জানায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
সফর শেষে ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।