তিনজন পেলেন অর্থনীতিতে নোবেল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
২০২২ সালে অর্থনীতিতে নোবেল প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। চলতি বছরে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনজন মার্কিন নাগরিক। নোবেল প্রাপ্তরা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর এই তিনজন অর্থনীতিবিদকে মনোনীত করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।
১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারের গোড়াপত্তন ঘটলেও এই তালিকায় নতুন করে অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। তিলিকায় যুক্ত হওয়ার পর অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে।
১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক ৩০০ বছর পূর্তিতে নোবেল ফাউন্ডেশনকে যে বিপুল অর্থ দান করে সেটা দিয়েই অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হবে বলে ঠিক করা হয়।
আলফ্রেড নোবেলে’র স্মরণে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।
পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। অপরদিকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষণা করে শান্তিতে নোবেল বিজয়ীর নাম।
চলতি বছরের ৩ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের মাধ্যমে এই কার্যক্রমের শুরু হয়। অপরদিকে আজ সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমেই এই কার্যক্রম শেষ হলো।
গত বছর ২০২১ খ্রিস্টাব্দে এই পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স। শ্রম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডেভিড কার্ড ও কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য বাকি দুইজন অর্থনীতিবিদ নোবেল পুরস্কারে ভূষিত হন।