কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে শতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান।
কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহজালাল রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন আলম, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সী, হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্সী, জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খালেক মোল্লা, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন ইমন, জগতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ীক মালোশিয়া প্রবাসী শাহজালাল সরকার।
কড়িকান্দি ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি মো. হানিফ মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।