কুমিল্লার তিতাস উপজেলায় খাস পুকুর দখলে নিতে কৌশলে বোরো ধান চাষ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের ৪২১ দাগের ৭৮ শতক ভূমির উপর দুইশত বছরের পুকুরটি দখলে নিতে একই গ্রামের বাসিন্দা এবং ঢাকায় গার্মেন্টস ব্যবসায়ী মো.নাছির উদ্দিন ওরফে গোলাম হোসেন এই কৌশল অবলম্বন করেন।
আজ শনিবার সকাল দশটায় তিতাস প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন রাজাপুর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মো. কবির হোসেন।
তিনি আরও বলেন, উক্ত পুকুরটি শ্রেনী পরিবর্তন না করে প্রতারণার মাধ্যমে ভূয়া কাগজপত্র করে লিজ নিয়েছে বলে দাবি করে আসছে নাছির। পুলিশের সাবেক এক উর্ধ্বতন কর্মকর্তা তাহার নিকট আত্মীয় হওয়ায় গ্রামের খেটে খাওয়া মানুষ ভয়ে সত্য কথা বলতেও ভয় পায়। এছাড়াও উক্ত লিজ বাতিল করার জন্য কুমিল্লা জেলা প্রশাসক ২০২১ সালে একটি মামলা করেছেন, যার নং- ৬৮৯/২১ ইং। আমেরিকা প্রবাসী কবির হোসেনের দাবি দুইশত বছরের এই পুকুরটি দখল মুক্ত করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় এনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হোক।
এ বিষয়ে নাছির উদ্দিন এর নিকট জানতে চাইলে, তিনি প্রথমে বলেন আপনাকে কি বলতে হবে? পরে এক পর্যায়ে তিনি বলেন, ৭০ বছর ধরে তিনি এই জায়গা ভোগদখল করে আসছেন এবং সরকার কতৃক দলিল মূলে মালিক হয়ে তাহার নামে বিএস পর্চাও হয়েছে।