কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটি এম মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান,সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ,বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মাস্টার।
আশরাফ উদ্দিন ইমন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সালাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, প্রাণিসম্পদ(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন ছামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ। এদিকে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা দলিল লেখক সমিতিসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপজেলা শহিদ মিনারে ফুলের ঢালা দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।