লিমন মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
তাহিরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশন। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় (২০২২ইং) ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলা সদরের বীর জয়লক্ষী (ধুতমা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩জন শিক্ষার্থীকে উক্ত সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠিত সংবর্ধনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদদীন আলাল এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজ,আজিজুর রহমান, বীর জয়লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালি রায়, সহকারী শিক্ষিকা শুক্লা রাণী রায়, মিলন আক্তার, নাসিরা আক্তার, স্বরনীকা তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি’কে সম্মাননা স্বারক তুলে দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজ।
বা/খ: জই