লিমন মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে তাহিরপুরে সচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সচিব পরিতোষ চৌধুরী, ইউপি সদস্য বাবুল মিয়া, রুবেনা বেগম, ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেলার ৫টি উপজেলা টিকাদানে পিছিয়ে রয়েছে। তার মধ্যে তাহিরপুর অন্যতম। এ উপজেলাবাসীকে টিকাদানে উৎসাহী করতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গুজব-অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সবাইকে আহবান জানানো হয়।
বা/খ: জই