তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে তালার গোপালপুর খোলা জানালা ইকোপার্কে বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সজীব উদ্দৌলার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানউল্লাহ আমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
এসময় আরও বক্তব্য রাখেন, সমিতির কোষাধক্ষ্য অজয় কুমার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, শ্যামল চৌধুরী লিটু, সুব্রত কুমার।
বক্তারা বলেন, মানসস্মত শিক্ষা নিশ্চিত করতে জাতীয় করণের কোন বিকল্প নাই। সর্বশেষে র্প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বা/খ: জই