তারেক রহমানের ভার্চুয়াল মিটিং ও স্মরণ সভাকে সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতার মাঠ পরিদর্শন
- আপডেট সময় : ০৩:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৯২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রূহের মাগবেরাত কামনায় দোয়া ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা উপলক্ষে স্মরণ সভার সময় তারিখ নির্ধারণ করেছেন আগামী ২১শে সেপ্টেম্বর। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির স্হায়ী সদস্য সালাউদ্দিন আহম্মেদ।
এই স্মরণ সভাকে সফল করতে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫, মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।
মাঠ পরিদর্শন শেষে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮, ৯ নং ওয়ার্ড আয়োজনে সেন্টার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা করেন। আতাউর রহমান আতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন আমি নেতা হতে চাই না,আমি আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই, আপনেরা এই এলাকার শান্তি স্হাপন করুন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজ, সন্ত্রাসী করলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন,আমরা দলীয় ভাবে ব্যবস্হা গ্রহণ করবো।
এ সময় বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্নআহ্বায়ক রাজিব আহম্মেদ সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্যসচিব বণি আমিন, সদস্য গোলাম আজম, এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মুনজুর রহমান মঞ্জু শিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কারুল হাসান সোহাগ প্রমূখ।
বাখ//আর