আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ঝুড়িঝুড়ি লক্ষীপুর মহিলা মাদ্রাসার চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯মার্চ) বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে মাদ্রাসা ভবনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, ঝুড়ঝুড়ি লক্ষিপুর মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মজিবর রহমান, উপজেলা জাতীয় ও চারনেতা পরিষদের সাধারন সম্পাদক সিরাজ সরকার সহ আরো অনেকেই।
বা/খ: জই