মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৫ দিন ধরে বন্ধ কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

তাড়াশে পৌরসভা নির্বাচনে রজত ঘোষকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

// তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি //

স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াতের দুঃশাসন বিরোধী আন্দোলনসহ শেখ হাসিনার নেতৃত্বাধীন সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নির্বাচিত সভাপতি রজত ঘোষ । যিনি ১৯৮৪-১৯৮৫ সাল পর্যন্ত তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ১৯৯০-৯১ চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ ছাত্র সংসদে সাংস্কৃতিক সম্পাদক, ২০০৪-২০১৩ সাল পর্যন্ত তাড়াশ উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক, ২০১৩-২০২৩ সাল পর্যন্ত তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। শুধু তাই নয় রজত ঘোষ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, কর্মী বান্ধব এই নেতাকে নবগঠিত তাড়াশ পৌরসভার আসন্ন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান দলের সর্বস্তরে নেতাকর্মীরা ও পৌরবাসীরা। আওয়ামী লীগ নেতা রজত ঘোষ, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য সহযোগীতা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে দলমত নির্বিশেষে সকল শ্রেণি -পেশার মানুষের আস্থা অর্জণ করতে সক্ষম হয়েছেন। তিনি করোনাকালীন সময়ে অসহায়, কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার, নগদ অর্থ সহায়তা করে তাড়াশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাড়াশ উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মৃণাল সরকার মিলু বলেন, পৌরসভা নির্বাচনে মেয়র পদে রজত ঘোষ দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্য, ত্যাগী, সুশিক্ষিত, ভদ্র, ক্লিনম্যান ও কর্মীবান্ধব নেতা তিনি। তাই দলের লোকজনসহ পৌরবাসীর দাবী দলীয় মনোনয়ন যেন রজত ঘোষই পান। তাহলে বিপুল ভোটে তিনি মেয়র পদে নির্বাচিত হবেন বলে অঅশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী রজত ঘোষ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেন, তাহলে দল ও দেশের সকল ক্ষেত্রে উদীয়মান ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর উপযুক্ত করে পরিছন্ন ও তাড়াশ পৌরসভাকে মডেল পৌরসভা গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *