তাড়াশে পুকুরে হাঁস নামা নিয়ে দ্বন্দের জেরে নারীকে পিটিয়ে আহত
- আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে হাঁস নামার জেরে খাদিজা খাতুন (৩২) নামের এক নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চন্ডিভোগ গ্রামের দুলাল হোসেনের পুকুরে নিজাম আলীর স্ত্রী খাদিজা খাতুনের হাঁস নামাকে কেন্দ্র করে দুলাল হোসেন, আব্দুল আজিজ এসে তার বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে গৃহবধূ খাদিজা খাতুনকে এলোপাথারী মারধর করে। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, গৃহবধূকে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাখ//আর