// তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি //
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সরকারী কাজে বাঁধা ও নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ ফকির তাড়াশ দক্ষিণপাড়ার মৃত উজ্জত ফকিরের ছেলে ও তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নুরে আলম জানান, রাতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকিরকে নিজ বাড়িতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে সলঙ্গা থানার সরকারী কাজে বাঁধা ও নাশকতা মামলায় সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।