তাড়াশে উষাইকোল দুর্গা মন্দিরের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৭৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উষাইকোল শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামে ভবন নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান তালুকদার ও সাধারন সম্পাদক মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বা/খ/রা