তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত সিরাজগঞ্জের তাড়াশে শান্তি সমাবেশে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি ও ব্যানারে ছবি থাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ নেতারা অনুষ্ঠান বর্জন করেছেন।
শনিবার (১১ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হামকুড়িয়া চৌরাস্তা দলীয় অফিসে শান্তি সমাবেশে এ ঘটনা ঘটে।
উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল জানান, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট আগে থেকেই এমপির ছবি ও তাকে প্রধান অতিথি করে ব্যানার টাঙিয়ে রাখেন। সেখানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ করা হলে তাদের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান বর্জন করে চলে আসি।
মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, এই আসনের স্থানীয় সংসদ সদস্য যেহেতু, তাই তাকেই প্রধান অতিথি করা হয়েছে এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তি সমাবেশ পালন করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ জানান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক আমাকে শান্তি সমাবেশে প্রধান অতিথি করেছিলেন। কিন্ত সেখানে গিয়ে দেখি দলের ছেলেরা আমাকে বয়কট করে সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজকে প্রধান অতিথি করেছেন। তাই অনুষ্ঠান বর্জন করে আমরা চলে এসেছি।
বা/খ : এসআর।