আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিবাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার (৮মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন প্রমুখ।
বা/খ: এসআর।