তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত সিরাজগঞ্জের তাড়াশে শান্তি সমাবেশ পালিত হয়েছে।
শনিবার (১১ফেব্রয়ারি) বিকালে উপজেলার তাড়াশ পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি মিছিল শেষে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম-সাধারন সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মসলেম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল।
বা/খ : এসআর।