নিজস্ব প্রতিবেদক :
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে দিকে রাজধানীর গ্রিন রোডে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা থেকে ফেরার পথে ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ বাসটি সাইন্স ল্যাবরেটরিতে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে যায়। এতে ওই বাসের চালকও আহত হয়েছেন।
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজটির কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ করতে থাকে এবং আইডিয়াল কলেজের ব্যানার ছিড়ে ফেলে।
তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
ঢাকা কলেজ পরিবহন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইদ্রিস হাওলাদার বলেন, ড্রাইভার থেকে জানতে পারি, বাসটি ফেরার পথে সাইন্সল্যাবে এলে হঠাৎ ইট এসে গ্লাসে লাগে। মুহূর্তেই পেছনের গ্লাস ও কয়েকটি জানালা ভেঙে যায়। পরে শুনেছি, কিছু শিক্ষার্থী আইডিয়ালের সামনে যায়। তাদের আমরা সরিয়ে নিয়ে আসি। তাদের কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আইডিয়াল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।
ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল হাকিমের দাবি- ঢাকা কলেজের সঙ্গে মূলত ঝামেলা না। সিটি কলেজ আর আইডিয়াল কলেজ থেকে সূত্রপাত। বিজয় ৭১ বাস আসার পথে আইডিয়ালের শিক্ষার্থীরা এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে বাসের বেশিরভাগ অংশ ভেঙে যায়। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল নিয়ে আইডিয়াল কলেজের সামনে গেলে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ওপর থেকে মিছিলে ঢিল ছুড়তে থাকে। এরপর চলে কয়েক দফা সংঘর্ষ।
ঢাকা কলেজের এই শিক্ষার্থী বলেন, সংঘর্ষে ঢাকা কলেজের অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থী আহত হন। আইডিয়াল কলেজের শিক্ষকদেরও এই সংঘর্ষে অংশ নিতে দেখা যায় বলেও দাবি করেন তিনি।
এদিকে পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবুর বলেন, শিক্ষার্থীদের মারামারি ও বাস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।