নিজস্ব প্রতিবেদক :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে পদযাত্রা শুরু হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এই কর্মসূচি শুরু হয়। শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু করে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আরও উপস্থিত আছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর হোসেন, তাবিথ আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে পথযাত্রা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রোববার দুপুর থেকেই বিএনপি নেতাকর্মীরা শ্যামলী ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় হাজির হন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।