ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল (শনিবার, ১৪ সেপ্টেম্বর) তিনদিনের সফরে ঢাকায় আসছে। দলটিতে থাকছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আরো থাকছেন ইউএসএইডের এশিয়াবিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ কয়েকজন।

এই সফরে প্রতিনিধি দল প্রধান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

দেশের রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তন এবং ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এ সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

জানা গেছে, প্রতিনিধি দলটি ওয়াশিংটন থেকে সরাসরি ঢাকা আসছে না, তারা দিল্লি হয়েই ঢাকায় প্রবেশ করবেন কাল। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাওয়া তথ্যানুযায়ী ডোনাল্ড লু বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর ডোনাল্ড লু টিমের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে গতকাল (বৃহস্পতিবার) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রথমবার ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন। এই সফরে দু’দেশের অর্থনীতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সংকট উত্তরণে চাহিদার বিষয়ে দেশটি জানতে চাইতে পারে ওয়াশিংটন।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

আপডেট সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল (শনিবার, ১৪ সেপ্টেম্বর) তিনদিনের সফরে ঢাকায় আসছে। দলটিতে থাকছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আরো থাকছেন ইউএসএইডের এশিয়াবিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ কয়েকজন।

এই সফরে প্রতিনিধি দল প্রধান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

দেশের রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তন এবং ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এ সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

জানা গেছে, প্রতিনিধি দলটি ওয়াশিংটন থেকে সরাসরি ঢাকা আসছে না, তারা দিল্লি হয়েই ঢাকায় প্রবেশ করবেন কাল। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাওয়া তথ্যানুযায়ী ডোনাল্ড লু বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দীন আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর ডোনাল্ড লু টিমের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে গতকাল (বৃহস্পতিবার) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রথমবার ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন। এই সফরে দু’দেশের অর্থনীতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সংকট উত্তরণে চাহিদার বিষয়ে দেশটি জানতে চাইতে পারে ওয়াশিংটন।