আলমদিনা এক্সপ্রেস চ্যাম্পিয়ন : পদ্মা এক্সপ্রেস রানার্সআপ
ড. মযহারুল ইসলাম স্মৃতি নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৮৭ বার পড়া হয়েছে

// মামুনর রশীদ মামুন, ক্রাইম রিপোর্টার //
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ড. মযহারুল ইসলাম স্মৃতি নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর শনিবার উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে সড়াতৈল গ্রাম ও কায়েমপুর ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত ওই ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৭-সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রয়াত ড. মযহারুল ইসলামের সুযোগ্য সন্তান প্রফেসর মেরিনা জাহান কবিতা। নবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নৌকা বাইচ প্রতিযোগীতায় উপ-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ‘ক’ অঞ্চলের উপ-কর কমিশনার আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সুমগ্ন করিম। এ সময় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. মযহারুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতায় মোট ৯টি দল অংশ নিয়ে চিনাধুকুরিয়া গ্রামের আলমদিনা এক্সপ্রেস চ্যাম্পিয়ন এবং পদ্মা এক্সপ্রেস রানার্সআপ হবার গৌরব অর্জন করে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল আলমদিনা এক্সপ্রেসকে ১শ’ ২৫ সিসি মোটরসাইকেল ও রাসার্সআপ দল পদ্মা এক্সপ্রেসকে বৃহৎ এলইডি স্মার্ট টিভি উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এমন সুন্দর আয়োজন করায় আয়োজকবৃন্দসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন এবং ভবিষ্যতে এ ধরনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা যাতে অনুষ্ঠিত হয়, সেজন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
আবহমান গ্রাম বাংলার উক্ত ঐতিহ্যবাহী ড. মযহারুল ইসলাম স্মৃতি নৌকা বাইচের ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার আমজনতা ভীড় জমায়।