ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডিএসসিসির চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনে হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪৪১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধনে মেয়র ও কাউন্সিলরপন্থি লোকজনের হামলা করার অভিযোগ করা হয়েছে। তাদের ৬ দফা দাবির আন্দোলনে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। তবে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে নেয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের মানববন্ধনে এ ঘটনা ঘটে।

মানববন্ধনে অংশ নেওয়ারা অভিযোগ করে বলেন, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন মেয়র তাপস। আমরা চাকরি ফিরে পেতে এখানে মানববন্ধন করতে এসেছি। কিন্তু আমরা যাতে মানববন্ধন করতে না পারি সেজন্য মেয়র ও কাউন্সিলর পক্ষের লোকেরা আমাদের বিরুদ্ধে শ্লোগান দেয় ও আমাদের ওপর হামলা চালায়।

প্রেস ক্লাব এলাকায় দায়িত্বরত ওসি (পেট্রোল) আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, চাকরিচ্যুতরা এখানে মানববন্ধন করছিলো। তাদের বিরুদ্ধে একটি গ্রুপ এসে ধস্তাধস্তি শুরু করলে আমরা দু’পক্ষকে দু’দিকে সরিয়ে দিয়েছি।

তাদের ৬ দফা দাবিগুলো হলো-

১. ১৯৯২ সালের ১০ জুন তারিখে জারি করা ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে।

২. পরিচ্ছন্নতাকর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোষ্য কোঠায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লাখ টাকা দিতে হবে।

৩. কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে সরকারি বিধি অনুযায়ী ৮ লাখ টাকা দিতে হবে।

৪. ঠিকা ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়াকার্স ইউনিয়নের নেতা ও অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল করে পুনর্বহাল করতে হবে।

৫. কয়েকশ বছর ধরে বসবাসকারী কোনো পরিবারকে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

৬. পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

ডিএসসিসির চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনে হামলার অভিযোগ

আপডেট সময় : ১১:২৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধনে মেয়র ও কাউন্সিলরপন্থি লোকজনের হামলা করার অভিযোগ করা হয়েছে। তাদের ৬ দফা দাবির আন্দোলনে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। তবে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে নেয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের মানববন্ধনে এ ঘটনা ঘটে।

মানববন্ধনে অংশ নেওয়ারা অভিযোগ করে বলেন, আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন মেয়র তাপস। আমরা চাকরি ফিরে পেতে এখানে মানববন্ধন করতে এসেছি। কিন্তু আমরা যাতে মানববন্ধন করতে না পারি সেজন্য মেয়র ও কাউন্সিলর পক্ষের লোকেরা আমাদের বিরুদ্ধে শ্লোগান দেয় ও আমাদের ওপর হামলা চালায়।

প্রেস ক্লাব এলাকায় দায়িত্বরত ওসি (পেট্রোল) আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, চাকরিচ্যুতরা এখানে মানববন্ধন করছিলো। তাদের বিরুদ্ধে একটি গ্রুপ এসে ধস্তাধস্তি শুরু করলে আমরা দু’পক্ষকে দু’দিকে সরিয়ে দিয়েছি।

তাদের ৬ দফা দাবিগুলো হলো-

১. ১৯৯২ সালের ১০ জুন তারিখে জারি করা ৯৭৯ আদেশ পুনর্বহাল করতে হবে।

২. পরিচ্ছন্নতাকর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোষ্য কোঠায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লাখ টাকা দিতে হবে।

৩. কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে সরকারি বিধি অনুযায়ী ৮ লাখ টাকা দিতে হবে।

৪. ঠিকা ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়াকার্স ইউনিয়নের নেতা ও অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুত আদেশ বাতিল করে পুনর্বহাল করতে হবে।

৫. কয়েকশ বছর ধরে বসবাসকারী কোনো পরিবারকে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

৬. পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা পূর্ণ বাস্তবায়ন করতে হবে।