ডামুড্যায় হাতি দিয়ে মাহুতের চাঁদাবাজি : ব্যবসীয়ারা অতিষ্ট
মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ডামুড্যা বন্দরে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার সময় সরেজমিনে ডামুড্যা বন্দর ঘুরে দেখা যায়, বিশাল এক হাতি দিয়ে দোকানে দোকানে চলছে চাঁদাবাজির টাকা উত্তোলন, হাতিটি টাকা দিলেই শুঁড় তুলে জানাচ্ছে সালাম। এভাবেই প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু করে ১শ’ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। শুধু দোকানই নয়। রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়েও তোলা হচ্ছে টাকা। এ অভিনব কায়দায় প্রায় সময়ই টাকা তুলে নেয়া হচ্ছে হাতির মাধ্যমে।
রাস্তার দুই পাশে বাজারের প্রতিটি দোকান থেকে তোলা হচ্ছে টাকা। হাতি দিয়ে গাড়ি আটকিয়েও টাকা আদায় করা হচ্ছে।
চাঁদাবাজির এ দৌড়াত্ম থেকে বাদ পড়ছে না মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা চালকরাও। টাকা না দিলে হাতি বিকট শব্দে হুংকার দেয়। তখন দোকানদার ও গাড়ির চালকরা ভয়ে টাকা দিতে বাধ্য হয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডামুড্যা বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী শাহ আলম বেপারী। তিনি বলেন, কয়েকদিন পর পর হাতি দিয়ে চাাঁদাবাজি করতে আসে ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন থেকে। বিষয়টি খুবই বিরক্তিকর। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
মোঃ শাহিন কাজি নামের এক অটোরিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় প্রায় সময়ই হাতির চাঁদাবাজির কবলে পড়তে হয়। গাড়ির সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দেয়। টাকা না দিলে সামনে থেকে সরে না। তখন ভয়ে বাধ্য হয়েই টাকা দিয়ে দেই।
হাতির পিঠে বসা মাহুতের কাছে নাম পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার নাম রাকিব। কোথা থেকে এসেছেন জানতে চাইলে তা বলতে অস্বীকার করেন। হাতি নিয়ে এভাবে টাকা নিচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, টাকা না নিলে হাতিকে খাওয়াব কি ?
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবিতা সরকার বলেন, হাতি দিয়ে চাঁদা তোলার বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে এরপর যদি আবারও কোনোদিন আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাখ//আর