বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক ইনু, যুগ্ন-সাধারন সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু, সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার হোসেন কামাল, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ বলেন, বিএনপি জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এদেশের অর্থনৈতিক মুক্তি। তাই নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।