ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে ভূমি বিরোধ ও ভূমি বিষয়ক নানা ধরনের জটিলতা হ্রাসের উদ্দেশ্যে ডামুড্যা উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা দেয়া হয়।
বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টায় ডামুড্যা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের ভূমি বিষয়ক অর্থাৎ মৌজা ম্যাপ, খতিয়ান, দাগ প্রভৃতি বিষয়ে কথা বলেন সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের জমিজমা সম্পর্কে ধারণা দিতে জনবান্ধব এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এতে করে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে ভূমি বিষয়ক নানা ধরনের জটিলতা হ্রাস পাবে। পর্যায়ক্রমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটি অব্যাহত থাকবে।
এ সময় শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং শিধলকুড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।