আগামী ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ওসি শেখ শরীফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে তা যথাযথ পালানোর জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।