শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রয়ারি) রাত ৮ টার সময় উপজেলার কেহুরভাংগা আর্দশ বালিকা বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সোনাই, উপজেলা আওয়ামী লীগের সদস্য গৌরাঙ্গ চক্রবর্তী, মাস্টার মোকলেছুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক এড. কাজী নিয়াজ মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারন সম্পাদক মাহাবুব আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদার, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ফারুক আলম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক ইমরান খান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের সভাপতি সবুজ, সাধারন সম্পাদক মিঠু, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি লিখন, যুগ্ম-সাধারন সম্পাদক সিমান্ত হোসেন প্রিয়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী রোমান, সাধারণ সম্পাদক নাইমসহ টুর্নামেন্ট কমিটির সদস্যবৃদ প্রমূখ।