মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের ডামুড্যায় শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা-এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা-এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জল সিকদার, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের বিনোদন খুঁজে বেড়াবে এতে শিক্ষার্থী সহ যুবকেরা সকল অসামাজিক কার্যক্রম সহ ইভটিজিং, মাদককে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে । অন্যান্য অপরাধ থেকে দূরে থাকবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সবাইকে উৎসাহিত করার জন্য আমাদের অভিভাবক শিক্ষক ও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উক্ত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১৫ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বা/খ; জই