কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি।।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ও বেলা ৩ টার সময় বিভিন্ন ইউনিয়নে ও ডামুড্যা পৌরসভায় এ পদযাত্রা ও দাবি আদায়ের লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমাস সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, বিএনপি নেতা কুদ্দুস হাওলাদার, আক্তারুজ্জামান, মালেক ফরাজী, যুবদল নেতা লিটন সিকদার, কমল বেপারী, রাজা বেপারী, জাকারিয়া দুলাল, উপজেলা জাসাস মোঃ পলাশ ঢালি, যুবদল নেতা সৈয়দ নিরব, ছাত্র নেতা আলিফ সিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।