এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
মঙ্গলবার পটুয়াখালীর কুয়াকাটায় ট্যুরিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে পর্যটন হলিডে হোমসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় পুলিশ সুপার আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
এসময় ট্যুরিজম ব্যবসায়ীরা কুয়াকাটা সমুদ্র সৈকতের নানা সমস্যা তুলে ধরেন। পরে অতিরিক্তি আইজিপি আইন শৃংখলা বিষয়ক সকল সমস্যা সামাধানের আশ্বান দেন এবং ব্যবসায়ীদের প্রতি পর্যটকদের সর্বোচ্চ সেবা দেয়ার আহবান জানান।
বা/খ: জই