ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টানা তৃতীয় বারের মতো ফিফায় সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
ফিফায় জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতিত্বের দ্বিতীয় মেয়াদ চলছে এখন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থায় ইনফান্তিনো-যুগের ইতি শিগগিরই ঘটছে না। টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রধান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের বর্তমান প্রধান কর্তা।

আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। সেখানেই পুনরায় সভাপতি নির্বাচিত হবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বিশ্ব ফুটবরের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানায়। সেখানে বলা হয়, গত মার্চে নির্বাচন আহ্বান করা হয়েছিল। এরপর ফিফার সব সদস্য দেশ মিলে কেবল ইনফান্তিনোকেই প্রার্থী হিসেবে প্রস্তাব করে। তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সে কারণেই আগামী বছর সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ৭৩তম ফিফা কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

ফিফায় একাধিক মেয়াদে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকাটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৫ সালে ফিফার সভাপতির পদ হারানোর আগে সেপ ব্ল্যাটার ১৭ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন।

এর পর থেকেই ইনফান্তিনো আছেন ফিফার দায়িত্বে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে আরও একবার ফিফার সভাপতি হন তিনি। ২০২৩ সালের কনগ্রেসে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

টানা তৃতীয় বারের মতো ফিফায় সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
ফিফায় জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতিত্বের দ্বিতীয় মেয়াদ চলছে এখন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থায় ইনফান্তিনো-যুগের ইতি শিগগিরই ঘটছে না। টানা তৃতীয় মেয়াদে ফিফার প্রধান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের বর্তমান প্রধান কর্তা।

আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস। সেখানেই পুনরায় সভাপতি নির্বাচিত হবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে এক বিবৃতিতে বিশ্ব ফুটবরের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানায়। সেখানে বলা হয়, গত মার্চে নির্বাচন আহ্বান করা হয়েছিল। এরপর ফিফার সব সদস্য দেশ মিলে কেবল ইনফান্তিনোকেই প্রার্থী হিসেবে প্রস্তাব করে। তার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সে কারণেই আগামী বছর সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ৭৩তম ফিফা কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

ফিফায় একাধিক মেয়াদে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকাটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৫ সালে ফিফার সভাপতির পদ হারানোর আগে সেপ ব্ল্যাটার ১৭ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন।

এর পর থেকেই ইনফান্তিনো আছেন ফিফার দায়িত্বে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে আরও একবার ফিফার সভাপতি হন তিনি। ২০২৩ সালের কনগ্রেসে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছেন তিনি।