ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঝিকরগাছা সরকারি এম এল স্কুলের কেন্দ্রীয় শহিদ মিনার অবহেলিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৬৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এম এল হাইস্কুলের কেন্দ্রিয় শহিদ মিনারটি চরম অবহেলিত। অথচ দেখার যেন কেউ নেই ! কেন্দ্রীয় এই শহিদ মিনারের মূল বেদির মাঝখানের স্তম্ভটি সবচেয়ে উঁচু এবং উপরের অংশটি সামনের দিকে নোয়ানো। দু’পাশে সমান ছোট-বড় আরও চারটি স্তম্ভ। মনে করা হয়, অতন্দ্র প্রহরী চার সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা। তবে ব্যতিক্রম যশোরের ঝিকরগাছার কেন্দ্রীয় শহিদ মিনারটি। মাথা নোয়ানো উঁচু স্তম্ভটি থাকলেও নেই দুপাশের চারটি স্তম্ভ। এভাবেই ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অপূর্ণাঙ্গ অবস্থায় নির্মাণ করা হয়েছে। আর সেটিতে প্রতি বছর সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানিয়ে আসছে।
ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, শহিদ মিনারটি কেন্দ্রীয় হলেও একদমই ছোট করে অপূর্ণভাবে তৈরি করা হয়েছে। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় প্রতিবারই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শহিদ মিনারটির পূর্ণাঙ্গরূপ দেওয়ার পাশাপাশি সড়কটিও প্রশস্ত করার দাবি তার।
ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, নতুন করে ঝিকরগাছা বি এম হাইস্কুল প্রাঙ্গণে একটি শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণের পর এটিই ঝিকরগাছার কেন্দ্রীয় শহিদ মিনার হিসেবে বিবেচিত হবে।
এদিকে পূর্ণাঙ্গ শহিদ মিনারের দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরমেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করেছে ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
বা/খ : এসআর।

নিউজটি শেয়ার করুন

ঝিকরগাছা সরকারি এম এল স্কুলের কেন্দ্রীয় শহিদ মিনার অবহেলিত

আপডেট সময় : ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এম এল হাইস্কুলের কেন্দ্রিয় শহিদ মিনারটি চরম অবহেলিত। অথচ দেখার যেন কেউ নেই ! কেন্দ্রীয় এই শহিদ মিনারের মূল বেদির মাঝখানের স্তম্ভটি সবচেয়ে উঁচু এবং উপরের অংশটি সামনের দিকে নোয়ানো। দু’পাশে সমান ছোট-বড় আরও চারটি স্তম্ভ। মনে করা হয়, অতন্দ্র প্রহরী চার সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা। তবে ব্যতিক্রম যশোরের ঝিকরগাছার কেন্দ্রীয় শহিদ মিনারটি। মাথা নোয়ানো উঁচু স্তম্ভটি থাকলেও নেই দুপাশের চারটি স্তম্ভ। এভাবেই ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অপূর্ণাঙ্গ অবস্থায় নির্মাণ করা হয়েছে। আর সেটিতে প্রতি বছর সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানিয়ে আসছে।
ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, শহিদ মিনারটি কেন্দ্রীয় হলেও একদমই ছোট করে অপূর্ণভাবে তৈরি করা হয়েছে। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় প্রতিবারই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শহিদ মিনারটির পূর্ণাঙ্গরূপ দেওয়ার পাশাপাশি সড়কটিও প্রশস্ত করার দাবি তার।
ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, নতুন করে ঝিকরগাছা বি এম হাইস্কুল প্রাঙ্গণে একটি শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণের পর এটিই ঝিকরগাছার কেন্দ্রীয় শহিদ মিনার হিসেবে বিবেচিত হবে।
এদিকে পূর্ণাঙ্গ শহিদ মিনারের দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরমেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করেছে ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
বা/খ : এসআর।