যশোরের ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘ-উই প্রকল্পের আওতায় মহিলাদের নিজস্ব মালিকানাধীন সদাইপাতির দোকান উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন নামক শীর্ষক প্রকল্পের আওতায় আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে গদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামে সদাইপাতির দোকান উদ্বোধনপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান।
উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি চিচিলিয়া মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীন, ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, গদখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী মোড়ল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের কান্টি ডিরেক্টর শাহেদ ফেরদৌস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের হেড অব প্রোগ্রাম নাবিলা নুসরাত, ঝিকরগাছা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আয়ুব হোসেন, ফতেপুরের নারী উদ্যোক্তা সেলিনা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান উপস্থিত সকল মায়েদের উদ্দেশ্যে বলেন, সকলের উচিৎ ছোট থেকে ছেলে-মেয়েদেরকে পারিবারিক ও সামাজিক শিক্ষায় গড়ে তোলা। তিনি বলেন, আমরা মেয়েদেরকে বিয়ে দেবো একথা না বলি। আমরা বলি আমার মেয়ে বিয়ে করবে। তাহলেই নারীর ক্ষমতায়ন হবে। তিনি বলেন, যে নারী চাকরী করে সে নারীর সমাজে গ্রহনযোগ্যতা বেশি। নারীর ক্ষমতায়ন বলতে নারীর হাতে টাকা থাকা।