ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৪১১ বার পড়া হয়েছে

// রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি //
গতকাল সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে তামাকমুক্ত দিবস পালিত হয়। তামাক নয়, খাদ্য ফলান এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাশিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন,পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট, ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির শিক্ষক সাজ্জাদ হোসেন রিপন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।