যশোরের ঝিকরগাছায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিকরগাছা পৌর এলাকার কীর্তিপুর হটাৎপাড়া গ্রামে পিতা নুর মোহাম্মদ ছোটর বাড়িতে। দুই সন্তানের জননী আঁখি খাতুন হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া গ্রামের কুরবান আলীর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার দুপুরে খাওয়ার পর স্বামী কুরবান আলী ও তার স্ত্রী আঁখি খাতুন ঘরে ঘুমিয়ে ছিলেন। বিকালে স্বামী ঘুম থেকে জেগে দেখতে পায় তার স্ত্রী আঁখি খাতুন ঘরের আড়ার সাথে ঝুলছে। এ সময় স্বামীর ডাক চিৎকারে পরিবারের লোকজন আঁখি খাতুনকে উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুমন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ হেফাজতে নিয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত গৃহবধু আঁখি খাতুনের লাশ ঝিকরগাছা হাসপাতালে রয়েছে।