জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির (২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষ) ক্লাস উদ্বোধন ও নবীন বরণ আজ বুধবার (১ ফেব্রুয়ারী) কলেজের সাংস্কৃতিক কমিটির আয়োজনে এ্যাডভোকেট শামসুল হক টুকু হলরুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক কমিটির আহবায়ক জ্যেষ্ঠ প্রভাষক শামীম আরা শিখার সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবুর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। আরো বক্তব্য দেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আতাউর রহমান মন্টু, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস, সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক আলেয়া খাতুন, সহকারী অধ্যাপক আব্দুল হাই, জ্যেষ্ঠ প্রভাষক মোত্তালিব হোসেন স্বাধীন, প্রভাষক মোস্তাফিজুর রহমান লাবলু। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, আশিকুর রহমান আশিক, তোফায়েল হোসেন, নাজনীন সুমা দিশা, সাজ্জাদ হোসেন, রিয়া পারভীন ও ইমরুল কায়েস ।
বা/খ: জই