নেছারাবাদে মেম্বার এসোসিয়েশন এর উদ্ধোধনি অনুষ্ঠান
জেলা পরিষদ চেয়ারম্যানের নাম না রাখায় অনুষ্ঠান বয়কটের ঘোষনা দিলেন জেলা পরিষদের সদস্য
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫২৪ বার পড়া হয়েছে

// নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি //
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন নেছারাবাদ উপজেলা শাখার অফিস উদ্ধোধন ও মতবিনিময় সভার অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যানের নাম না রাখায় উক্ত অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিলেন জেলা পরিষদের সদস্য এ্যাড: জাকারিয়া খান স্বপন। ২৫ সেপ্টম্বর সন্ধ্যায় তিনি সাংবাদিকদের ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। জাকারিয়া খান স্বপন পিরোজপুর জেলা পরিষদের সদস্য এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। এর পূর্বে দুপুরে এ সংক্রান্ত্র একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২৬ সেপ্টম্বর মঙ্গলবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সংলগ্ন অফিস কার্যালয়ে ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠান বয়কটের বিষয়ে জানতে চাইলে এ্যাড: জাকারিয়া খান স্বপন বলেন, আমি পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। জেলা পরিষদের নির্বাচিত একজন সদস্য। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন নেছারাবাদ উপজেলা শাখার অফিস উদ্ধোধন ও মতবিনিময় সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বরূপকাঠি মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নামের তালিকা রয়েছে। এছাড়াও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি নামের তালিকা সঠিকভাবে মনোনয়ন না করায় আমি উক্ত অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছি।
এ সম্বন্ধে জানতে চাইলে মেম্বার এসোসিয়েশন নেছারাবাদ শাখার সভাপতি মো: মাহাবুবুল হাসান মুরাদ বলেন, আমরা একটি সংগঠন করেছি। মহিউদ্দিন মহারাজ একজন সম্মানিত লোক। আমাদের সংগঠনের স্বার্থে মহিউদ্দিন মহারাজ ভাইকে প্রধান অতিথি করেছি।
সংগঠনের সাধারন সম্পাদক এইচ,এম সোহেল পারভেজ বলেন, মো: মহিউদ্দিন মহারাজ সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। বিগত দিন থেকে মহারাজ ভাই সর্বদা আমাদের পাশে আছেন। এমনিভাবে ভবিষৎতেও তাকে কাছে পাওয়ার জন্য মহারাজ ভাইকে অনুষ্ঠানে প্রধান অতিথি করেছি। অভিভাবক হিসেবে মহারাজ ভাইকে সব সময় কাছে পাই। তাই তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি করেছি।