রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

জিম্বাবুয়ের টেস্ট দলে ইংল্যান্ডের ব্যালেন্স

জিম্বাবুয়ের টেস্ট দলে ইংল্যান্ডের ব্যালেন্স

স্পোর্টস ডেস্ক : 

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার জিম্বাবুয়ের টেস্ট দলে ডাক পেলেন আন্তর্জাতিক অঙ্গনে ইংল্যান্ডের হয়ে সাদা বলে খেলা ব্যাটার গ্যারি ব্যালেন্স।

জন্মভূমি জিম্বাবুয়ের হয়েই ক্রিকেট খেলা শুরু করেছিলেন গ্যারি ব্যালান্স। খেলেছেন জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলে। পরে ইংল্যান্ডে পাড়ি জমালে সেখানেই সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকেন। ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্যালেন্সের। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৩ টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৪৯৮ রান ও ১৬ ওয়ানডেতে ২৯৭ রান করেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্যালেন্স। গত বছর ইয়র্কশায়ার তাকে ছেড়ে দিলে জিম্বাবুয়েতে আবার ফিরে আসেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার গেল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ের হয়ে প্রথম খেলতে নামেন ব্যালেন্স। ইতোমধ্যে ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে ৭৫ রান ও ক্যারিয়ারের অভিষেক টি-টোয়েন্টিতে ৩০ রান করেছেন ব্যালেন্স।

এবার সাদা পোশাকে জন্মভূমির হয়ে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দুই টেস্টের সিরিজের দলে জায়গা পেয়েছেন। তাতে ২০১৭ সালের পর আবার সাদা পোশাকে দেখা যাবে তাকে।

অভিজ্ঞদের অনুপস্থিতিতে ১৬ সদস্যের জিম্বাবুয়ে দলে নতুন মুখ রয়েছে অনেক। শন উেইলিয়ামস বুলাওয়ে টেস্ট খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। যিনি তিন বছর পর প্রথম টেস্ট খেলতে নামবেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকায় সিরিজে খেলা হচ্ছে না মারকুটে দুই ব্যাটার সিকান্দার রাজা ও রায়ান বার্লের। চোটে রয়েছেন পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

কুইন্স স্পোর্টস ক্লাবে টেস্ট সিরিজ শুরু হবে শনিবার ৪ (ফেব্রুয়ারি) । তাতে ১৮ মাস বিরতি দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে আফ্রিকার দেশটি।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড:

গ্যারি ব্যালান্স, চামুনোরা চিভাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মুনজে, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও তাফাদজোয়া সিগা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *