ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিতুক মেসি, হারুক আর্জেন্টিনা: রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৪৬৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 
বিশ্বকাপ জেতা থেকে মাত্র দুই পা দূরে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া বাধা পেরিয়ে ফাইনালে আরেকটা জয় পেলেই কাতার স্বপ্ন ষোলকলা পূর্ণ হবে লিওনেল মেসির। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো লিমাও চান মেসির এই স্বপ্নপূরণ হোক, কিন্তু তিনি আর্জেন্টিনার হাতে শিরোপা দেখতে চান না। দুই দেশের ফুটবল বৈরিতার প্রসঙ্গ টেনে একথা বলেছেন সাবেক মিস্টার নাম্বার নাইন।

লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু বিশ্বকাপ শিরোপাটা তার এখনও ছুঁয়ে দেখা হয়নি। মেসি শিরোপা জিতে গেলে খুশিই হবেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু আর্জেন্টিনার হাতে শিরোপা দেখলে একটু খারাপই লাগবে তার। এ সম্পর্কে স্প্যানিশ দৈনিক মার্কাকে রোনালদো বলেন, ‘মেসির জন্য আমি খুশি হব। কিন্তু আপনি জানেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা ফুটবল বৈরিতা আছে। আর্জেন্টিনা জিতুক, একথা বললে তাই হিপোক্রেটের মতোই শোনাবে। এটা সত্য নয়।’

রোনালদো কথা বলেছেন নেইমার প্রসঙ্গেও। তিনি বলেন, জাতীয় দল ও বিশ্বকাপের জন্য নেইমারকে আমি দারুণ প্রস্তুতি নিতে দেখেছিলাম। গত ছয় মাসে দিনরাত এক করে সে নিজেকে গুছিয়েছে। সেই ধারাবাহিকতা ম্যাচগুলোতেও অব্যাহত রেখেছে। কিন্তু এমন হারে নেইমার ভেঙে পড়েছে।

বিশ্বকাপে ফেবারিট হিসেবে অংশ নিয়েছিল ব্রাজিল। ব্যাপারটা মানেন রোনালদোও। তিনি বলেন, বিশ্বকাপে ফেবারিটের তালিকায় সব সময়ের মতো এবারও ব্রাজিলের জায়গাটা খুব শক্ত ছিল। তবে, এমন হার অনাকাঙ্ক্ষিত। আমি আশা করি, নেইমার নিজেকে গুছিয়ে আবারও বিশ্বকাপে প্রত্যাবর্তন করবে। আরও অনেক গুণে শক্তিশালী হয়ে ফিরবে। কেননা সে এখনও খেলার জন্য উপযুক্ত।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ব্রাজিল কোচের পদ ছেড়েছেন তিতে। তার জায়গায় কাকে নিয়োগ দেয়া উচিত, সেই প্রসঙ্গও উঠে এসেছে রোনালদোর কথায়। তিনি বলেন, আমার মনে হয় এ মুহূর্তে ব্রাজিল দলকে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চাইলে গার্দিওলা, অ্যানচেলত্তি বা মরিনিওর মতো কাউকে দায়িত্ব দেয়া উচিত। তবে এটা আমি বললে হবে না। ফেডারেশনকেই ভাবতে হবে। কারণ দায়িত্বটাতো তাদেরই।

নিউজটি শেয়ার করুন

জিতুক মেসি, হারুক আর্জেন্টিনা: রোনালদো

আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 
বিশ্বকাপ জেতা থেকে মাত্র দুই পা দূরে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া বাধা পেরিয়ে ফাইনালে আরেকটা জয় পেলেই কাতার স্বপ্ন ষোলকলা পূর্ণ হবে লিওনেল মেসির। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো লিমাও চান মেসির এই স্বপ্নপূরণ হোক, কিন্তু তিনি আর্জেন্টিনার হাতে শিরোপা দেখতে চান না। দুই দেশের ফুটবল বৈরিতার প্রসঙ্গ টেনে একথা বলেছেন সাবেক মিস্টার নাম্বার নাইন।

লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু বিশ্বকাপ শিরোপাটা তার এখনও ছুঁয়ে দেখা হয়নি। মেসি শিরোপা জিতে গেলে খুশিই হবেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু আর্জেন্টিনার হাতে শিরোপা দেখলে একটু খারাপই লাগবে তার। এ সম্পর্কে স্প্যানিশ দৈনিক মার্কাকে রোনালদো বলেন, ‘মেসির জন্য আমি খুশি হব। কিন্তু আপনি জানেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা ফুটবল বৈরিতা আছে। আর্জেন্টিনা জিতুক, একথা বললে তাই হিপোক্রেটের মতোই শোনাবে। এটা সত্য নয়।’

রোনালদো কথা বলেছেন নেইমার প্রসঙ্গেও। তিনি বলেন, জাতীয় দল ও বিশ্বকাপের জন্য নেইমারকে আমি দারুণ প্রস্তুতি নিতে দেখেছিলাম। গত ছয় মাসে দিনরাত এক করে সে নিজেকে গুছিয়েছে। সেই ধারাবাহিকতা ম্যাচগুলোতেও অব্যাহত রেখেছে। কিন্তু এমন হারে নেইমার ভেঙে পড়েছে।

বিশ্বকাপে ফেবারিট হিসেবে অংশ নিয়েছিল ব্রাজিল। ব্যাপারটা মানেন রোনালদোও। তিনি বলেন, বিশ্বকাপে ফেবারিটের তালিকায় সব সময়ের মতো এবারও ব্রাজিলের জায়গাটা খুব শক্ত ছিল। তবে, এমন হার অনাকাঙ্ক্ষিত। আমি আশা করি, নেইমার নিজেকে গুছিয়ে আবারও বিশ্বকাপে প্রত্যাবর্তন করবে। আরও অনেক গুণে শক্তিশালী হয়ে ফিরবে। কেননা সে এখনও খেলার জন্য উপযুক্ত।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ব্রাজিল কোচের পদ ছেড়েছেন তিতে। তার জায়গায় কাকে নিয়োগ দেয়া উচিত, সেই প্রসঙ্গও উঠে এসেছে রোনালদোর কথায়। তিনি বলেন, আমার মনে হয় এ মুহূর্তে ব্রাজিল দলকে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চাইলে গার্দিওলা, অ্যানচেলত্তি বা মরিনিওর মতো কাউকে দায়িত্ব দেয়া উচিত। তবে এটা আমি বললে হবে না। ফেডারেশনকেই ভাবতে হবে। কারণ দায়িত্বটাতো তাদেরই।