জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার
- আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৪৩০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের সব অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধে জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৮ আগস্ট) সকালে প্রজ্ঞাপন বাতিলের অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আজই গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে। এর আগে গত ১ আগস্ট জামায়াত-ছাত্রশিবির ও তাদের সব অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সাবেক আওয়ামী সরকার পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সে সময় প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সন্ত্রাসবিরোধী আইনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দলটির ছাত্র সংগঠন ছাত্রশিবির ও তাদের সব অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করলো সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে তৎকালীন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে হত্যাযজ্ঞ, ধংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানিতে জড়িত ছিল সরকারের কাছে সে সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।
এতে আরও বলা হয়েছিল, সরকার বিশ্বাস করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। তাই সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করল।
এছাড়াও এ আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করলো। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।